- Develop confidence to communicate with people effectively
- Remove stage fright and improve articulation
- Reinforce learned concepts
- Teaching is the best way to learn. Students will explain what they learnt in each topic in two months
- The students will be allotted topic/topics based on their preferences
- They can prepare properties or use a PowerPoint
- A rehearsal will be conducted beforehand
- Each student must bring 3-4 people (parents, guardians, neighbours or relatives)
- A set of 8-10 students along with their parents will be allotted an hourly slot and students should present to the audience.
- Each student will get a certificate and the top 3 presenters will get a prize later
- After each presentation, there will be a 2-3 minute Q & A session
- Parents can video record their child’s presentation
- Student Rapporteurs will be appointed to observe all the presentations and make a detailed report
- Enhances scientific enquiry and opportunities to hone communication skills
- Build confidence to speak to an audience and remove stage fright
- Opportunities to learn by doing
- Students are free to choose any working model in Science or Mathematics or create an Artwork with the help of teachers
- Students should start working on them from now during their free time at home
- Teachers will check their progress and offer necessary guidance
- A rehearsal will be done in November for which students should bring their working model/artwork to the school for a demonstration
- Students can invite their parents, friends, relatives and neighbours to visit their stall to see their demonstration during the STEAM Carnival
HOD-Bangla, Ms Sarwat Akil, [email protected]
HOD-Maths, Ms Mahua Bhattacharya, [email protected]
HOD -Biology, Ms Esha Roy, [email protected]
HOD- Foreign languages, Art and EM, Ms Sangeeta Taunk, sangeeta.deedwania@
HOD-Physics Mr Hans Ankur Bypari, [email protected]
HOD-Chemistry ,Sakila Sarmin, [email protected]
HOD-CSc, Mr Ranjith S, [email protected]
HOD-Business Studies, Ms Tarana Majid Ahmed, [email protected]
HOD-Accounting, Mr. Azad Rahaman, [email protected]
HOD-Economics, Ms Shegufta Hasan Khan, [email protected]
Warm Regards
প্রিয় অভিভাবকবৃন্দ
১-৯ গ্রেডের শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষার পরিধি এবং যোগাযোগের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধিকরণের লক্ষ্যে শিক্ষকগণ দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছেন। আপনার সন্তানকে স্টুডেন্টস লেড কনফারেন্স এবং স্টিম কার্নিভালে অংশগ্রহণ করতে সহায়তা করতে একান্তভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
১. স্টুডেন্টস লেড কনফারেন্স (ছাত্র/ছাত্রী–নেতৃত্বাধীন সম্মেলন)
গ্রেড ১-৪: ৩ সেপ্টেম্বর, ২০২২
গ্রেড ৫-৯: ২৪ সেপ্টেম্বর, ২০২২
সুবিধাসমুহ:
- মানুষেরসাথে কার্যকরভাবে যোগাযোগ করতে আত্মবিশ্বাস বৃদ্ধিকরণ
- মঞ্চেরভীতি দূরকরন এবং উচ্চারণ উন্নতকরণ
- শিক্ষণীয় ধারণাগুলিকেশক্তিশালীকরণ
কাঠামো এবং নির্দেশিকা:
- শিক্ষাদানশেখার সর্বোত্তম উপায়। শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে প্রতিটি বিষয়ে তারা কী শিখেছে তা ব্যাখ্যা করবে
- শিক্ষার্থীদেরতাদের পছন্দের ভিত্তিতে বিষয় বরাদ্দ করা হবে
- তারাপাওয়ারপয়েন্ট ব্যবহার করতে পারবে
- রিহার্সালকরা হবে
- প্রত্যেকশিক্ষার্থীকে অবশ্যই ৩-৪ জন (বাবা-মা, অভিভাবক, প্রতিবেশী বা আত্মীয়স্বজন) সঙ্গে আনতে হবে।
- ৮-১০জন শিক্ষার্থীর একটি দলের পিতামাতার সাথে এক ঘন্টা স্লট বরাদ্দ করা হবে এবং শিক্ষার্থীদের দর্শকদের কাছে উপস্থাপন করতে হবে।
- প্রত্যেকশিক্ষার্থী সার্টিফিকেট পাবে এবং সেরা ৩ জন উপস্থাপককে পরবর্তীতে পুরস্কার প্রদান করা হবে।
- প্রতিটিউপস্থাপনার পরে, একটি ২-৩ মিনিটের প্রশ্নোত্তর সেশন হবে
- অভিভাবকবৃন্দতাদের সন্তানের উপস্থাপনা ভিডিও রেকর্ড করতে পারবেন
- সমস্তউপস্থাপনা পর্যবেক্ষণ এবং একটি বিশদ প্রতিবেদন তৈরি করার জন্য স্টুডেন্ট প্রতিবেদক নিয়োগ করা হবে
২. স্টিম কার্নিভাল (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা এবং গণিত)
গ্রেড ৫-৯: ৫ নভেম্বর, ২০২২
গ্রেড ১-৪: ১৭ ডিসেম্বর, ২০২২
সুবিধা:
- বৈজ্ঞানিকঅনুসন্ধান এবং যোগাযোগ দক্ষতা উন্নত করার সুযোগ বৃদ্ধি
- শ্রোতাদেরসাথে কথা বলার জন্য আত্মবিশ্বাস তৈরি এবং মঞ্চের ভীতি দূরকরন
- স্বাধীনভাবেশেখার সুযোগ
নির্দেশিকা:
- শিক্ষার্থীরাবিজ্ঞান বা গণিতে যেকোনো কাজের মডেল বেছে নিতে বা শিক্ষকদের সাহায্যে একটি আর্টওয়ার্ক তৈরি করতে পারবে
- শিক্ষার্থীগণ এখনথেকে বাড়িতে তাদের অবসর সময়ে কাজ শুরু করতে পারে
- শিক্ষকরাতাদের কাজের অগ্রগতি পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন
- নভেম্বরেএকটি মহড়া করা হবে যার জন্য শিক্ষার্থীদের তাদের কাজের মডেল/আর্টওয়ার্ক প্রদর্শনের জন্য স্কুলে আনতে হবে
- শিক্ষার্থীরাতাদের পিতামাতা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের স্টেম কার্নিভালের সময় তাদের উপস্থাপিত কাজ দেখার জন্য আমন্ত্রণ জানাতে পারে
আরো বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন:
OD-English, Mr Shamim Hosen, [email protected]
HOD-Bangla, Ms Sarwat Akil, [email protected]
HOD-Maths, Ms Mahua Bhattacharya, [email protected]
HOD -Biology, Ms Esha Roy, [email protected]
HOD- Foreign languages, Art and EM, Ms Sangeeta Taunk, [email protected]HOD-Physics Mr Hans Ankur Bypari, [email protected]
HOD-Chemistry ,Sakila Sarmin, [email protected]
HOD-CSc, Mr Ranjith S, [email protected]
HOD-Business Studies, Ms Tarana Majid Ahmed, [email protected]
HOD-Accounting, Mr. Azad Rahaman, [email protected]
HOD-Economics, Ms Shegufta Hasan Khan, [email protected]Head of Upper Secondary, Tarana Ahmed, [email protected]
Dean of Academics, Upper Secondary, Sangeeta Taunk, [email protected]
Asst. Dean of Academics, Upper Secondary, Ranjith S, [email protected]
শুভেছান্তে,
ড. শিবানন্দ সিএস
অধ্যক্ষ