Edit Content
Satarkul Branch
Uttara Branch (Junior Campus)
Uttara Branch (Senior Campus)

Dear Parent,

 

The registration process for your child’s Cambridge May 2024 Checkpoint Exam will start from the month of January 2024. If your child wants to register for the upcoming Cambridge May 2024 Checkpoint Exam, Please acknowledge the information listed below:

1. Passport: Every student will have to have a valid passport (passport with validity till June 10th, 2024) during the Board Exam registration. Please make sure that your child is carrying a valid passport otherwise kindly take the necessary measures for passport renewal.

 

2. Passport’s information: Cambridge will only accept a student’s personal information which matches with his/her passport. Please confirm the student’s Full Name, Date of Birth as printed on the passport. If you want to amend the passport information, please do it before the registration process starts.

 

3. Cross-checking Student’s Name: Please make sure that your child’s name in the passport and the school records are the same. If not, please write to [email protected]  with a request to change the name as per your child’s passport. Please attach your child’s passport scanned copy while you write so that it may be amended correctly.

 

4. Email address: The school will communicate with parents and candidates only through email addresses which are listed in the school contact database. Please make sure you have provided the admission office with a valid and accessible email address. If you have changed your email address recently, please write to [email protected] to update your contact information by providing a new and accessible one.

The Checkpoint Exam is an optional Exam, if your child wants to attend he/she needs to attend 4 subjects (English, Mathematics, Science & Global Perspective). Total Registration fee will be around 20000 BDT. For further information or queries, please feel free to communicate with the Board Exam Coordinator, Mr. Fazlul Haq (fazlul.haq@dpsstsdhaka.org).

 

Best wishes

 

Yours sincerely

Dr. Shivananda CS 

Principal

Glenrich School Dhaka 

________________________

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আপনার সন্তানের কেমব্রিজ মে 2024 চেকপয়েন্ট পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানুয়ারী 2024 থেকে শুরু হবে। আপনার সন্তান যদি আসন্ন কেমব্রিজ মে 2024 চেকপয়েন্ট পরীক্ষার জন্য নিবন্ধন করতে চায়, তবে রেজিস্টেশন প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য নিচের দেওয়া বিষয় গুলো জানুন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

১। পাসপোর্ট – পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীদের প্রত্যেকের বৈধ পাসপোর্ট থাকতে হবে। আপনার সন্তান যেন অবশ্যই  বৈধ পাসপোর্ট সাথে নিয়ে যায় এটি নিশ্চিত করবেন। প্রয়োজনে আপনার সন্তানের পাসপোর্টটি সময় মতো নবায়নের জন্য প্রেরণ করুন।

২। পাসপোর্টের তথ্য – ক্যামব্রিজ শিক্ষার্থীদের সেই তথ্য ই গ্রহণ করবে যা তাদের পাসপোর্টের সঙ্গে মেলে। অনুগ্রহ করে আপনার সন্তানের পুরো নাম ও পাসপোর্টে দেওয়া জন্মতারিখ নিশ্চিত করুন। আপনারা যদি পাসপোর্টের কোনো তথ্য সংশোধন করতে চান, তবে তা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে করে নেবেন।

৩। শিক্ষার্থীর নাম যাচাই করা-  অনুগ্রহ করে  নিশ্চিত করুন যে আপনার সন্তানের স্কুলে দেওয়া নাম ও পাসপোর্টে দেওয়া নাম একই আছে কি না। যদি একই না থাকে তবে  [email protected] ঠিকানায় লিখে পাসপোর্ট অনুযায়ী আপনার সন্তানের নাম পরিবর্তনের জন্য অনুরোধ করুন। যদি আপনি আপনার সন্তানের নামের সংশোধন লিখেন তবে তার সাথে আপনার সন্তানের পাসপোর্ট এর স্ক্যান কপি সংযুক্ত করবেন যেন আপনি সঠিক সংশোধনী পান।

৪। স্কুল ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দের সাথে শুধু মাত্র স্কুলের ই-মেইল আইডি থেকে যোগাযোগ করবে যা স্কুলের তথ্যশালায় সংরক্ষিত রয়েছে। অনুগ্রহ করে স্কুলের এডমিশন অফিসে আপনার একটি কার্যকর ই মেইল এড্রেস দেবেন। যদি আপনি আপনার ঠিকানা পরিবর্তন করে থাকেন তবে নতুন ও  কার্যকর ই-মেইল এড্রেস admission@dpsstsdhaka.org এ পাঠিয়ে আপনার সাথে যোগাযোগের তথ্য পুনরায় সংযুক্ত করতে অনুরোধ করুন।

চেকপয়েন্ট পরীক্ষা হল একটি ঐচ্ছিক পরীক্ষা, যদি আপনার সন্তান অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে 4টি বিষয়ে (ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ) অংশগ্রহণ করতে হবে । মোট রেজিস্ট্রেশন ফি প্রায় 20,000 টাকা   হবে । পরবর্তী যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য নির্দ্বিধায় বোর্ড এক্সাম কো-অরডিনেটর  জনাব ফজলুল হক বরাবর লিখুন। (fazlul.haq@dpsstsdhaka.org

 

শুভেচ্ছান্তে,

ড. শিবানান্দ সিএস 

অধ্যক্ষ,

ডিপিএস এসটিএস স্কুল, ঢাকা