Edit Content
Satarkul Branch
Uttara Branch (Junior Campus)
Uttara Branch (Senior Campus)

 

Dear All,

Greetings of the Day!

We are extremely happy to share that Glenrich School Dhaka, in collaboration with STEMROBO Technologies Pvt. Ltd, is launching the Robotics & AI Club! This is being introduced to empower young minds to be able to solve daily life challenges. It offers the 21st-century students an opportunity to explore, experience and bring innovation in STEAM education, Robotics, and Artificial Intelligence (AI) and help students gain computational thinking skills and explore how computers learn and understand instructions.

To launch the programme, we are going to offer a free trial class!! It’ll be an invaluable opportunity to explore and learn robotics with this trial class for free.

So, hurry-up and register for the free trial class!

Registration Link: https://forms.gle/TAwAX3GqVNw5q5LZ6

Programme Details:

Starting Date: Sunday, 13th November 2022
Category: After School Program

Course Duration: 6 months
Session Duration: 2 sessions per week of 1 hour duration
Course fee: BDT. 23000/-

Join us in this incredible programme and learn robotics!

Contact Details:

For Junior School:

Airin Tisha: [email protected]

Fariya Lara: [email protected]

For Senior School:

  1. Ranjith: ranjith@dpsstsdhaka.org

Thouhidul Islam: [email protected]

Best regards

Glenrich School Dhaka

 

 

প্রিয় সুধী,

সবাইকে এই বিশেষ দিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ডিপিএস, এস টি  এস  স্কুল  ঢাকা স্টেমরোবো টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় একটি অভাবনীয় রোবোটিক্স প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।

ছাত্র-ছাত্রীদের প্রাত্যহিক জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবার দক্ষতা অর্জন এবং শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রোগ্রামটি হাতে নেয়া হয়েছে। এটি ২১শতকের শিক্ষার্থীদের স্টিম শিক্ষা, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্বেষণ, এই বিষয়ে জ্ঞান এবং নতুনত্ব আনার  সুযোগ প্রদান করে  এবং শিক্ষার্থীদের পরিসংখ্যামূলক চিন্তার দক্ষতা অর্জন করতে এবং কম্পিউটার কীভাবে নির্দেশনা নেয়  এবং বুঝতে পারে তা শিখতে ও বুঝতে সহায়তা করে।

প্রোগ্রামটি চালু করতে আমরা একটি বিনামূল্যে ট্রায়াল ক্লাস অফার করতে যাচ্ছি!! এই ট্রায়াল ক্লাসের সাথে রোবোটিক্স অনুসন্ধান এবং শেখার একটি অমূল্য সুযোগ তৈরি হবে৷

ফ্রী ট্রায়াল ক্লাসের নিবন্ধন করার জন্য অতিসত্বর যোগাযোগ করার অনুরোধ করা হল ।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/TAwAX3GqVNw5q5LZ6

প্রোগ্রামের বিবরণ:

শুরুর তারিখ: রবিবার, ১৩ই নভেম্বর ২০২২

সময়: স্কুল প্রোগ্রামের পরে

কোর্সের মেয়াদ: ৬ মাস

সেশনের সময়কাল: প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে ২টি সেশন।

কোর্স ফি: টাকা ২৩০০০/-

  • নিবন্ধনের পরে একটি সুপরিকল্পিত পাঠ্যক্রমও কিট প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থীকে রোবোটিক কিট সরবরাহ করা হবে যেটি তারা নিজেদের সাথে রাখতে পারবে।
  • পুরো প্রোগ্রামসম্পর্কে একটি ফিডব্যাক ও মূল্যায়নের ব্যবস্থা থাকবে।
  • এই বিশেষ প্রোগ্রামে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর পাশাপাশি তাদের উদ্ভাবিত রোবটপ্রোগ্রাম পরীক্ষা করার জন্য গাইড করা হবে।
  • কোর্সশেষে, প্রতিটি শিক্ষার্থী প্রোগ্রামটি সম্পূর্ণ করার পর তাদের এই কৃতিত্বের জন্য একটি প্রশংসাপত্র পাবে।

এই অসামান্য এই প্রোগ্রামে আমাদের সাথে যোগ দিন এবং রোবোটিক্স শিখুন!

যোগাযোগের ঠিকানা:

জুনিয়র স্কুলের জন্য:

আইরিন তিশা: [email protected]

ফারিয়া লারা: [email protected]

সিনিয়র স্কুলের জন্য:

এস. রঞ্জিত: [email protected]

তৌহিদুল ইসলাম: [email protected]

শুভেচ্ছান্তে,

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা